বিশেষ প্রতিনিধি : সম্প্রতি সাতক্ষীরায় অতিবৃষ্টির কারনে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুণর্বাসনের জন্য বিনামুল্যে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্নবাসনের জন্য প্রায় ৫০০ কৃষককে ২০০০ কেজি বিনামূল্যে বীজ সহায়তা দেয়।
সকালে উক্ত বীজ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি এই দুর্যোগ মূহূর্তে বিনা কৃষকের পাশে সবসময় থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জিএমএ গফুর, অতিরিক্ত মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরূল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপ-উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খালিদ সাইফুল্লাহ। #