নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়
অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির সার্বিক ব্যবস্থাপনায় রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি বক্তব্যে বলেন, “যুব সমাজ যতদিন ক্রীড়াঙ্গণে থাকবে, ততদিন যুব সমাজ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দুরে থাকবে। জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান একজন গুণি মানুষ ছিলেন।

তার স্মৃতিতে জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আয়োজন করায় রসুলপুর যুব সমিতিকে ধন্যবাদ জানান।”

এসময় প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও ফুটবলে কিক মেরে উদ্বোধনী খেলার উদ্বোধন করেন এবং খেলাটি উপভোগ করেন।”

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, কাটিয়া পুলিশ ফাঁড়ির
ইনচার্জ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ
হাসান মুক্তি, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক

আতিকুর রহমান খান চট্ট, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলাক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবল কবির খান বাপ্পী, আ.ম আক্তারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, রসুলপুর যুব

সমিতির সহ-সভাপতি মো. সৈয়দ আহম্মদ খান মনু, আলাউদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান,কোষাধ্যক্ষ ময়নুর আরেফিন মনি, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহবাজ আলী খোকন, সেবা ও সমাজ সাঈদ হাসান সাঈদ, অংগ সংগঠন প্রতিনিধি লিয়াকত হোসেন অরুণ, জাহিদুর রহমান শোভন, আলীম হাসান, রুবিনা জামান খান শাওলী, ফারহানা খান জয়া, আব্দুল কাদের, নির্বাহী সদস্য জাহাঙ্গীর কবির খান রেবু, শেখ আশরাফুল কবির লাবু, মোজাফ্ফার হোসেন, মো. কবির হোসেন, দিদারুল আলম খান জনি প্রমুখ।

১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় রসুলপুর যুব সমিতি বনাম বাঁকাল পিডি এস একতা সংঘ। প্রথমার্ধের খেলায় জয়ের লক্ষ্যে কোন দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় বাঁকাল পিডি এস একতা সংঘ পরপর ৩টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

ফলে বাঁকাল পিডি এস একতা সংঘ ৩-০ গোলে রসুলপুর যুব সমিতিকে হারিয়ে উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলার রেফারী ছিলেন আব্দুল গফ্ফার, সহকারি ছিলেন পিপুল খান ও হারুন খান। ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রসুলপুর ফুটবল মাঠ কানায় কানায় দর্শক
খেলাটি উপভোগ করে। এসময় রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *