টি-টুয়েন্টিতে ১০০ উইকেট ও হাজার রানে সাকিবই প্রথম
ক্রিকেট ডেস্ক : অনন্য এক রেকর্ডে নাম লেখালেন সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছুঁয়ে ফেললেন ১০০ উইকেটের মাইলফলক।
বাঁহাতি টাইগার স্পিনারের (১০২) সামনে আছেন শুধু শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা, যার ঠিক ১০৭ উইকেট সংগ্রহ।অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে নামার আগে সাকিবের দখলে ছিল ৯৮ উইকেট। ম্যাচে নিজের প্রথম ওভারে তিনি ফেরান অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে। পরে অ্যাস্টন টার্নারকে আউট করে অসাধারণ কীর্তি গড়েন।
সাকিব বিশ্বের একমাত্র অলরাউন্ডার যার আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ব্যাট হাতে এক হাজারের (১৭১৮) বেশি সংগ্রহ ও একশ উইকেট শিকারের কীর্তি হল।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন শুধু মালিঙ্গা। শ্রীলঙ্কার সাবেক পেসার ১০৭ উইকেট নিয়ে অবসরে গেছেন। উইকেটের সেঞ্চুরি ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (৮৩ ম্যাচে ৯৯ উইকেট), আফগানিস্তানের রশিদ খান (৫১ ম্যাচে ৯৫ উইকেট)।