পরিচালনার পাশাপাশি এবার অভিনয় শুরু করলেন সাতক্ষীরার কৃতি সন্তান নাট্যনির্মাতা জি.এম সৈকত। চরিত্রহীন নামে একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
গতকাল থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সুটিং শুরু হয়েছে। চরিত্রহীন নাটকের মাধ্যমে দর্শকরা অনেক বড় একটা ম্যাসেজ পাবে যাবে।
এ প্রসঙ্গে সৈকত বলেন,বহু বছর ধরে স্টেজে কাজ করেছি। অভিনয়ের প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করতো তাই এই সিদ্ধান্ত। খুব শিঘ্রই নাটকটি আপনারা দেখতে পারবেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন অপ্সরা সুহি,পায়েল,রানী,শুভ্রা,প্রবীর প্রমূখ।