নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ, জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী এস,এম হায়দার আর নেই। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নি:শ^াষ ত্যাগ করেন। ইন্নালিল্লাহে —রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

এস,এম হায়দারের মৃত্যুর খবর জানার পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ফৌজদারি মামলা পরিচালনা করতেন। এড. এস এম হায়দারের মৃত্যুতে জেলার বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। এস এম হায়দার অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে ছিলেন। বেশ কিছুদিন ধরে প্রবীন এই আইনজীবী অসুস্থ্য ছিলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

এদিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর, সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি এসএম হায়দার এর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ।

শোক বিবৃত্তিতে লিখেছেন তিনি সৎ দক্ষ ও প্রবীণ আইনজীবী ছিলেন তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোক বিবৃত্তি দিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুস ছাত্তার (২) সহ-সভাপতি মো. রমজান আলী, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাবলু ,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শিমুল, সহ-সম্পাদক দেবাশীষ সরকার কোষাধ্যক্ষ নরেশ মল্লীক, কার্যকরী সদস্য মো.কামরুল ইসলাম, ধর্ম বিশ্বাস মোহন, আবু সাঈদ (৩) আনোয়ার হোসেন ও মো. আবু সাঈদ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *