বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রিন এনভারমেন্ট মুভমেন্ট, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ভিন্ন ধরনের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৭২ টি করে ঔষধী, ফলদ, ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬টি সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা শেখ শাহীদ উদ্দিন।
গ্রীন এনভারমেন্ট মুভমেন্ট এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সুমনা ফাউন্ডেশন এর পরিচালক এএসএম মাকছুদ খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, তৌহিদুজ্জামান, ময়না মেম্বর, তৌহিদ, ফারুক, রুবেল, মাসুদ প্রমুখ।
দ্বিতীয়দিনে বিভিন্ন সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে ৭ হাজার ২০০ গাছের চারা বিতরণ করা হবে।(প্রেসবিজ্ঞপ্তি)