1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
September 13, 2024, 7:09 am
Title :
ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার কর্মী সম্মেলন কলারোয়ায় ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা তালায় ৩৩ বিঘা জলমহাল বেদখল, ৪০ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত সরকার নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালিগঞ্জের সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক তালায় ফারুকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাবেক এমপি হাবিবের সাথে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির শুভেচ্ছা বিনিময়    বিভিন্ন মানুষের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় মানববন্ধন মুন্সীগন্জে জামায়াত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরাসহ দেশের ৩৪ জেলায় নতুন ডিসি

আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার উদ্যোগে মরণোত্তর কৃতজ্ঞতা জ্ঞাপন, সুধী সমাবেশ ও অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় Saturday, February 26, 2022

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার উদ্যোগে মরণোত্তর কৃতজ্ঞতা জ্ঞাপন, সুধী সমাবেশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম
এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ
সদস্য বীরমুক্তিযুদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি “ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধের আহবান জানিয়ে তার বক্তব্যে বলেন, যুদ্ধ মানে ক্ষতি ও প্রাণহানী। যুদ্ধ বন্ধের জন্য তিনি বিশ^ নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরো বলেন, গত ৮ বছরে আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে উন্নয়ন করেছি তা বিগত ৪০ বছরেও হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার তিনি ক্ষমতায়
থাকাকালে দেশের কোন মানুষ গৃহহীন ও না খেয়ে থাকবেনা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ইসরাইল বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা’র ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা’র প্রফেসর মো. আমজাদ হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকৌশলী প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর
রশিদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান প্রমুখ।

এসময় আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews