স্টাফ রিপোর্টার : আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্জ্বলনের মধ্যদিয়ে ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণ করলো সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ আলোক শিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।

রাত ১২ টা ১ মিনিটে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১০১ টা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে, অংশগ্রহন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা কলেজের মেধাবী ছাত্র জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সকল ইউনিট কাজ করছে। গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ মাস্ক সচেতনামূলক লিফলেট বিতরণ সহ অক্সিজেন সেবা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *