হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী, উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারী, বিশিষ্ট সাংবাদিক সুকুমার দাশ বাচ্ছু’র কন্যা তিতলি দাশ জি বাংলা নতুন নাটক “কুবের ময়না” ধারাবাহিক সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েছে। ধারাবাহিক সিরিয়ালের শুটিং চলমান রয়েছে।
২৪ জুন-২৪ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জি বাংলায় নতুন সিরিয়াল “কুবের ময়না” ধারাবাহিক নাটক শুরু হচ্ছে। এ নাটকে বাংলাদেশী মেয়ে তিতলি শুটিংয়ে পরিচালক সহ কলাকুশলীদের মন জয় করে এবার দর্শকদের হৃদয়ে যায়গা করে নিবে এমন ধারণা তার অভিভাবকসহ শিক্ষক মন্ডলী। ধারাবাহিক সিরিয়াল দেখার এবং ফেসবুকে কমেন্ট, সেয়ার করার অনুরোধ করেছেন তিতলি’র গর্বিত পিতা মাতাসহ পরিবার।