খুলনা, ০১ কার্তিক (১৭ অক্টোবর) : আগামীকাল ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৮ অক্টোবর সকাল সাতটায় খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে শেখ রাসেল দিবস উদযাপন করা হবে।
দুপুর একটায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে কেক কাটা, উন্নতমানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল চারটায় সার্কিট হাউজে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাদ যোহর সকল মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।