1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 13, 2024, 12:24 pm
Title :
সুন্দরবন কেন্দ্রীয় পর্যটন শিল্প নিয়ে এই সরকার কাজ করবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কালিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলী আর নেই, সর্বত্র শোকের ছায়া কালিগঞ্জে জামায়াতের মাসিক রোকন সম্মেলন খুলনায় কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্সের তদারকি ভারতে পাচারকালে ৩৩বিজিবি’র অভিযানে ২জন বাংলাদেশী আটক কলারোয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে দূরন্ত’ চ্যাম্পিয়ন, বন্ধু মহল’ রানার আপ অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : সাবেক এমপি হাবিব আন্দোলনে নিহত শহীদদের নামে প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম হবে- উপদেষ্টা আসিফ মাহমুদ সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মহানবী (সা:) কে কটুক্তি করা প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আগামী প্রজন্মকে গড়ে তোলার মহান দায়িত্ব শিক্ষকদের কাঁধে- এমপি রবি

  • আপডেট সময় Wednesday, February 9, 2022

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

প্রজন্মের দক্ষ সৈনিক হিসেবে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। করোনাকালীন অনলাইন ক্লাস, অনলাইনে ভর্তি, নিয়োগসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার সারা দেশে মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থা চালু দূরকে করে দিয়েছে নিকট। হাতের মুঠোয় ছোট্ট মোবাইল ফোনের মাধ্যমে মানুষ এখন দূর প্রবাসের আপনজনের সাথে যোগাযোগ করতে পারছে।

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে বড় গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। আগামী প্রজন্মকে গড়ে তোলার মহান দায়িত্ব শিক্ষকদের কাঁধে। শিক্ষা ও শিক্ষকের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ বিশ্বসভায় প্রশংসিত।

উন্নয়নের অভিযাত্রায় নতুন ভবন, শেখ রাসেল ডিজিটাল কম্পিটার ল্যাব, শেখ রাসেল স্কুল অব ফিউচার যোগ করেছে নতুন পালক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গড়ে তুলতে হবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ এমাদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মোশারাফ হোসেন, রবিন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, ডলি রানী, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম ও শামীমা আক্তার।

প্রসঙ্গতঃ গত ৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহমেদ স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি অনুমোদন লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews