দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা শ্রমিক লীগের সদ্য অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার দুপুরে কুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আছাদুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন শ্রমিকলীগ নেতারা।
এসময় জেলা জাতীয় শ্রমিক লীগের সদ্য অনুমোদিত কমিটির আহ্বায়ক আব্দুল্যাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, ইউপি সদস্য গোলাম রব্বানী, প্রেমকুমার, প্রভাস চন্দ্র, আবু সাঈদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।