সাতক্ষীরার সন্তান নাট্যনির্মাতা জি.এম সৈকত দীর্ঘ ২১ বছর অতিবাহিত হলো টিভি মিডিয়াতে। ২০০০ সালে মিডিয়াতে পদার্পন করে দীর্ঘ ১০ বছর বিভিন্ন গুনী পরিচালকদের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে ২০১০ সালে পরিচালক হয়ে আত্মপ্রকাশ করেন।
অসংখ্য জনপ্রিয় নাটক – মেয়েটি কে, মন যেখানে হৃদয় সেখানে, মা, মানুষ, বাবা, বৃদ্বাশ্রম, বিবর্ণ স্বপ্ন সহ প্রায় দেড় শতকের বেশী একক নাটক, বাইশটি টেলিফিল্ম, বারটি ধারাবাহিক নাটক নির্মান করেছেন।
জি এম সৈকত – চলচ্চিত্র, টেলিভিশন ,সংগীত ও মঞ্চের শিল্পী কলাকুশলীদের সংগঠন শিল্পী ঐক্যজোট প্রতিষ্ঠা করে শিল্পীদের কল্যানে নিরলস ভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি সমাজের অসহায় অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন।
বর্তমানে তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন। আজ ১২ ফেব্রুয়ারী জি এম সৈকতের জন্মদিন। কেন্দ্রীয় কমিটিসহ বাংলাদেশে ফাউন্ডেশনের বিভিন্ন শাখাতে জন্মদিন উৎযাপিত হচ্ছে। জি. এম. সৈকত বলেন, শিল্পীদের কল্যাণের পাশাপাশি গরীব অসহায়দের জন্য সারা জীবন কাজ করে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।