হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ২২ টি পরিবার মানবেতর জীবন যাপন করছে। নদীর তীরে অবস্থিত আশ্রয়নে তাদের নেই আবাসন ব্যবস্থা, স্যনিটেশন ও সুপেয় পনির ব্যবস্থা।
ঘুর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় তারা কতোটা টিকে থাকবে তা ভাবতে সত্যিই কষ্ট হয়। ছোট্ট একটি রিংবাঁধের উপর ভরসা করেই বসবাস করছে কোনরকমে। তারপরেও জোয়ারের পানি উপচে পড়ার উপক্রম। তাদের নেই অনাত্রে বসবাসের ঠাই, ঘুর্ণিঝড়ের প্রর্বাভাসে আতঙ্কিত তারা। ২০০৭ সালের শেষদিকে নির্মিত আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
শুরুতে এখানে ত্রিশটি পরিবার বসবাসের জন্যে ঘর পায়। আজ সেই ঘর আর নেই, নিজেরা বসবাসের জন্য থাকার চেষ্ট মাত্র।
মঙ্গলবার (২৫ মে-২০২১) সরেজমিনে দেখা গেছে, ভঙ্গুর ও জরাজীর্ণ ঘরবাড়ি গুলো অরক্ষিত অবস্থায় অযত্ন অবহেলায় পড়ে আছে। তাদের আবাসনের জন্যে জরুরী ভিত্তিতে নতুন আশ্রয় পকল্পের ।
স্থানীয় সমাজ সেবিকা ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন সরেজমিন পরিদর্শন করেন এবং তাদের সকল সমস্যায় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জিএম নুরুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।