ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কৃতি সন্তান টিভি নাট্যপরিচালক ও অভিনেতা জি.এম সৈকত দীর্ঘদিন ধরে জাতীয় মাধ্যমে সুনামের সহিত কাজ করে চলেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরাতে অবস্থান করছেন। আগামী ২২ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি ঢাকার শিল্পীদের সাথে সাতক্ষীরার প্রতিভাবান সব বয়সী শিল্পীদের অভিনয়ের সুযোগ দিতে চান।
আগ্রহীদের নিয়ে আগামী শুক্রবার দেবহাটাতে তার নিজ বাড়ীতে একটি চা-চক্রের আয়োজন করেছেন। আগ্রহীদের ০১৯৬৭৮১৮১৮৪ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এ প্রসঙ্গে জি.এম সৈকত বলেন, আমি আমার জন্মভূমি শিল্পীদের জন্য সব সময় ভালো কিছু করতে চাই। অনেকেই বর্তমানে জাতীয় মাধ্যমে ভালো অবস্থানে রয়েছেন।সাতক্ষীরার মানুষের জন্য আমার দুয়ার সবসময় খোলা। যারা অভিনয় করতে আগ্রহী তাদেরকে আাগামী চা-চক্রে আমন্ত্রণ।