স্টাফ রিপোর্টার : আমরা সাতক্ষীরা পিএন হাইস্কুলের ছাত্র সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা ঐতিহ্যবাহী পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র (১৮৬২-২০২০) মহামারি করোনা ভাইরাসে সমগ্র বিশ্বে তথা বাংলাদেশসহ সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে বিস্তার করায়, অসহায় কর্মহীন সাধারণ মানুষের পাশে থাকার লক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টায় কাজী ফারুক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা এবং আমরা সাতক্ষীরা পিএন হাইস্কুলের ছাত্র সংগঠনের কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভা কাজী ফারুক হাসান কে আহবায়ক, কাজী আক্তার হোসেনকে সদস্য সচিব এবং শেখ মোসফিকুর রহমান মিলটন ও রাশেদুজ্জামান রাশিকে ক্যাশিয়ার করে কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমরা সাতক্ষীরা পিএন হাইস্কুলের ছাত্র সংগঠনের সদস্য প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল হোসেন নান্টা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, সাবেক জেলা যুবলীগের আহবায়ক মীর মাহমুদ আলী আবির, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের, কাজী ইকবাল হাসান, পলাশ, মেকাইল, নজরুল ইসলাম হাবলু তৌহিদ হাসান, বিমান, রফিকুল, জাহাঙ্গীর হোসেন, ফরহাদ, শুভ, রওনক, হাবিব, লিটু, প্রিন্স, রনি, মামুনসহ পিএন স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্ররা।
সভায় গৃহিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে-পৌর এলাকার ১ থেকে ৯ নং ওয়ার্ডে রান্না করা খাদ্যসহ বিভিন্ন সামগ্রী পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। পিএন স্কুলের প্রাক্তন-বর্তমান সকল ছাত্র এই সেবামুলক কাজে যে যেভাবে পারেন সহযোগিতার জন্য উন্মুক্ত আহবান করা হচ্ছে। অবিলম্বে বিকাশ নং ও ব্যাংক হিসাব নং প্রচার করা হবে সহযোগীদের অবশ্যই রেফারেন্স দিয়ে প্রদানের জন্য অনুরোধ করা হয়।