আরটিভি’র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী শুক্রবার দুপুরে সামেক হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এসময় চিকিৎসক ডা. আসিফ রহমান ও ডা. অলিউর রহমান রামকৃষ্ণ চক্রবর্তীর সাথে চরম অসদাচরণ করেন।
তথ্য সংগ্রহকালে পেশাদার সাংবাদিকের সাথে এহেন অসদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অসদাচরণ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, সোহরাব হোসেন, যুগ্ন-সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সম্পাদক মফিজুল ইসলাম, হাসানুজ্জামান, অর্থ সম্পাদক রফিকুল আলম, জিএম প্রফেসার জাহাঙ্গীর হোসেন, শামীম হোসেন, জাহাঙ্গীর সরদার প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি