1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
April 1, 2023, 12:49 pm
Title :
সাতক্ষীরায় ঈদের পর দিন রোভার স্কাউট মিলন মেলা কালিগঞ্জ চৌমুহনী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট, আহত তিন ধুলিহর ইউনিয়নে এতিমখানাসহ বিভিন্ন স্থানে এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কদমতলা বাজারে ইফতার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সারাদেশের উন্নয়নের সাথে রাঙ্গুনিয়াও অনেক এগিয়ে গেছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী তালায় আটককৃত দুই যুবকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা সাতক্ষীরায় পুলিশ সদস্যের বাড়িতে চেতনা নাশক স্প্রে করে সর্বস্ব লুট, এক দুর্বৃত্ত আটক কলারোয়া বায়তুল আমান ট-বাজার জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গুলিসহ আটক-১

আর এ বি এম উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

  • আপডেট সময় Tuesday, January 31, 2023

রাংগুনিয়া (চট্টগ্রাম) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শুধু কাঠামোগত উন্নয়ন দিয়ে স্কুলের উন্নয়ন বুঝায় না। একটি স্কুল তৈরি করতে অবশ্যই সুন্দর ভবন ও আধুনিক শ্রেণীকক্ষের প্রয়োজন। এর পাশাপাশি স্কুলের মান নির্ভর করে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষার ফলাফলের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বিশ^বিদ্যালয় আছে যেগুলো অবকাঠামো দিক দিয়ে আমাদের দেশের অনেক গুলো বিদ্যালয়ের থেকে ছোট কিন্তু তাদের বিদ্যালয় থেকে অনেকে নোবেল পুরস্কার পেয়েছে।

মঙ্গলবার রাংগুনিয়ার রাজানগর আর, এ, বি, এম উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম এর সভাপতিত্বে চট্টগ্রাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, বিগত ৭০ বছরধরে স্কুলটি আলোকবর্তিকা হয়ে মানুষ গড়ার কারখানা হিসেবে অনেক গুণীমানুষের জন্ম দিয়েছে। সে গুণী মানুষগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এখন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখেছে।

তিনি শিক্ষার্থীদের মধ্যে দেশত্ববোধ, মানুষের মধ্যে মমত্ববোধ এবং গুরুজনদের প্রতি কর্তব্যবোধ শেখাতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। এগুলো মানুষের মন থেকে ধীরে ধীরে লোপ পাচ্ছে এবং আত্মকেন্দ্রিকতার কারনে স্বার্থপরতা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে দেশত্ববোধ, মনুষ্যত্ববোধ ও সহমর্মিতা ভাব জাগিয়ে তুলতে হবে।

এসময় তিনি রাঙ্গুনিয়া উপজেলার পথসভায় ১০৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প ও স্কুলে ৩০ কোটি টাকার ১৬টি প্রকল্পের উদ্বোধন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews