সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অছলে ও তার ছেলেকে হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

২৭ জুন রোববার সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক শাহাজান আলী স্বাক্ষরীত বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার দলীয় প্যাডে এহেন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিম্নে সদর উপজেলা আওয়ামী লীগের প্রত্যয়নপত্র হুবহু উল্লেখ করা হলো….

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মো. আসাদুজ্জামান অছলে চেয়ারম্যান বৈকারী ইউনিয়ন পরিষদ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, সহ-সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ, এবং নির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা। উক্ত ব্যক্তি ও তার পরিবার দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত।

২০১৬ ইডং খ্রি: সালে নৌকা প্রতীক নিয়ে বৈকারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ইতিপূর্বে ১৯৮৫ সাল থেকে অদ্যবধি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তার পরিবারের ভাই ও ছেলেরা যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।

২০০১ ইং খ্রি: সালে চার দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই পরিবারটি বিভিন্ন হামলা-মামলা ও নির্যাতনের শিকার হন। সাবেক জামাত দলীয় এমপি যুদ্ধাপরাধী খালেক মন্ডলের মামলার স্বাক্ষীদের সমন্বয়কারী হিসেবে এই মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব কারনে খালেক মন্ডলের ঘনিষ্ঠজন ও জামাত-বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে উক্ত আসাদুজ্জামান অছলের বিরুদ্ধে নামে, বে-নামে বিভিন্ন আবেদন নিবেদন করে তাহার সম্মানহানী করছেন।

একই ধারাবাহিকতায় গত ২২জুন ইং খ্রি: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণে তার এবং তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। যাহা আগামী নির্বাচনে তাকে হেনস্থা করার জন্য জামাত-বিএনপি চক্রের সড়যন্ত্রের নামান্তর মাত্র। আমরা এহেন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। তাহার এই মিথ্যা সড়যন্ত্র থেকে অব্যহতি প্রদানের জন্য সুপারিশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *