এমএম সাহেব আলী, আশাশুনি : আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদে হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) শাহিন সুলতানা।
মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান ও সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ফ্রেন্ডশিপ কর্মকর্তা মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন আশাশুনির এপি ম্যনেজার পিন্টু আলবাট পিরিছ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার চায়না রানি দাশ ও অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন। সভায় নারীকন্ঠ উন্নয়ন সংস্থার সুপারভাইজার নজিফা খাতুন, আইডিয়ালের উপজেলা সুপার ভাইজার সুব্রত বাছাড়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির উপজেলা পিও উজ্জল হোসেন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও নারী উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সুমাইয়া পারভিন ও গীতা পাঠ করেন চিন্তারানী পাল।