আশাশুনি প্রতিনিধি : করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে আশাশুনিতে এ পর্যন্ত ১১১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ১৬ জুন নতুন করে আরও ৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, বুধবার (১৬ জুন) উপজেলার ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
তারা হলেন, বুধহাটা গ্রামের মণিকা (২৪), শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের সিরাজুল (৩৮), শ্রীউলা ইউনিয়নের বিল বকচর গ্রামের মীরা (৫০) ও আশাশুনি সদরের মিনহাজ (৪৪) ও আশা সরদার (৫৩)। এনিয়ে আশাশুনি উপজেলায় ১৫২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪১ জন গত বছরের এবং ১১১ জন চলতি ২য় ঢেউয়ে সংক্রমিত হয়েছে।
আশাশুনি উপজেলায় সর্বমোট ১৫২ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে শোভনালী ইউনিয়নে এবং পরবর্তীতে আছে বুধহাটা ইউনিয়ন। শোভনালী ইউনিয়নে ৩৮ জন, বুধহাটা ইউনিয়নে ২৮ জন।
এছাড়া কুল্যা ইউনিয়নে ৮ জন, দরগাহপুর ইউনিয়নে ২ জন, বড়দল ইউনিয়নে ৪ জন, আশাশুনি সদরে ১৭ জন, শ্রীউলা ইউনিয়নে ৫ জন, খাজরা ইউনিয়নে ২ জন, আনুলিয়া ইউনিয়নে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে ২ জন ও কাদাকাটি ইউনিয়নে ৪ জন।
উপজেলার বাশারত হোসেন (৫৫), আব্দুল আলিম (৬০), সহকারী শিক্ষক আব্দুল মজিদ করোনা পজিটিভ হয়ে ইন্তেকাল করেছেন। এছাড়া উজ্জল চৌকিদারের মা পার্বতী রানী রাহা (৬০), বাক্কার (৪৫), আনোয়ার খাতুন করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন।