এমএম সাহেব আলী : আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে এ পর্যন্ত ১৪৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ২৯ জুন নতুন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও ৯ জনের করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৯ জুন) উপজেলায় ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার (৩৯), শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের ব্যংকার আদম আলি (৫৬), আশাশুনি গ্রামের জাকিয়া (৫৫), একই গ্রামের ইয়াছমিন (১২), মাহফুজা (৫০) ও তাহেচ্ছেল (২৪), শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের ফতেমা (৬০), প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের সেফাত (২১), বুধহাটা গ্রামের এমডি গফফার (৬০)।
এনিয়ে আশাশুনি উপজেলায় ১৮৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪১ জন গত বছরের এবং ১৪৫ জন চলতি ২য় ঢেউয়ে সংক্রমিত হয়েছে।
আশাশুনি উপজেলায় সর্বমোট ১৮৬ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে শোভনালী ইউনিয়নে এবং পরবর্তীতে আছে আশাশুনি সদর ইউনিয়ন।
ইউনিয়ন ওয়ারী করোনা আক্রান্তের হিসেব নিম্নে দেওয়া হলো- শোভনালী ইউনিয়নে ৪১ জন, আশাশুনি সদরে ৩৮ জন, বুধহাটা ইউনিয়নে ৩১ জন, কুল্যা ইউনিয়নে ৮ জন, দরগাহপুর ইউনিয়নে ৩ জন, বড়দল ইউনিয়নে ৫ জন, শ্রীউলা ইউনিয়নে ৬ জন, খাজরা ইউনিয়নে ২ জন, আনুলিয়া ইউনিয়নে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে ৬ জন ও কাদাকাটি ইউনিয়নে ৪ জন।