আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বাির্ষকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতে উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা সাধারণ কেয়ারটেকার মোঃ মুরতাজুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। ফিল্ড সুপার ভাইজার মুহাঃ আসাদুল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।
স্বাগত বক্তব্য রাখেন, মডেল কেয়ারটেকার মোঃ মহিউদ্দিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল গফফার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক হাফেজ মোঃ সিফাতুল্লাহ।