এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেওয়ায় আনান্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আনান্দ মিছিলটি বের হয়ে আশাশুনি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে এসে এক সমাবেশ করে। সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদে নৌকার মনোনয় প্রত্যাশী শ্রমিকলীগের নবগঠিত সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এম এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা

আওয়ামীলীগ নেতা আছাদুল ইসলাম, বদিউজ্জামান মন্টু, নাসির উদ্দীন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সম্পাদক মিজানুর ইসলাম, শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, আক্তার হোসেন শাহীন, সদস্য সচিব হারুন-অর-রশিদ, হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, সমরেশ মন্ডল, আল মামুন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান তাজ, স্বেচ্চা সেবকলীগ

নেতা সেলিম হোসেন, রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নজরুল ইসলাম সরদার, কামাল হোসেন, কামরুজ্জামান, খালিদুর রহমান, সালাউদ্দীন, আব্দুল মজিদ, ফুলবারী সরদার, মফিজুল ইসলাম নান্টু, ফারুক হোসেন সানা, বাবুরাম সানা, মফিজুল ইসলাম, সঞ্জয় মন্ডল, হিমেল কুমার, গৌরপদ মন্ডল, ওসমান গাজী, কিনারুল ইসলাম, প্রসেনজিৎ মন্ডল, বিল্লাল হোসেন গাজী, পিযুষ কুমার মন্ডল, বারেক গাজী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ তার সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটির তেমন কোন কার্যক্রম না থাকায় ও মনোনিত সেক্রেটারি মনিরুজ্জামান বিপুলকে পাশ কাটিয়ে তাকে সম্পূর্ণ কার্যক্রম থেকে বাদ রেখে সভাপতি ঢালী শামসুল আলম তার ইচ্ছামত বিভিন্ন মামলার এক আসামী খোকাকে সেক্রেটারি বানিয়ে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা সহ ও সাংগঠনিক বহির্ভূত কার্যক্রম করার অভিযোগে গত ২৪

অক্টোবর ২০২১ সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ খালেক কর্তৃক স্বাক্ষরিত আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত করে।

এম এম হোসেনুজ্জামান হোসেন আহবায়ক ও আলমগীর হোসেন, আক্তার হোসেন শাহীন যুগ্ম আহবায়ক, হারুন-অর-রশিদ সদস্য সচিব ও ২০ সদস্য বিশিষ্ঠ আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেওয়ায় মনোনিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ এক আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *