এমএম সাহেব আলী, আশাশুনি : আশাশুনিতে গ্রীন ইনভারমেন্ট মুভমেন্টের উদ্যোগে বিভিন্ন ও সংগঠন ও প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে করোনা ভাইরাস এর বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার ৭২ বছরে গ্রীন ইনভারমেন্ট মুভমেন্ট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে ৭২টি করে গাছের চারা বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” শ্লোগান সামনে রেখে আশাশুনি উপজেলার ৫টি প্রতিষ্ঠান- আশাশুনি প্রেসক্লাব, চলমান সংঘ, কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, ব্লাড গ্রুপ ও স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনকে ৭২টি করে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারা বিতরণ উদ্বোধন করেন।
গ্রীন ইনভারমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলার সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, প্রেসক্লাব সভাপতি জি এম আল-ফারুক, গ্রীন ইনভারমেন্ট মুভমেন্টের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন।
অনুষ্ঠানে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক ও আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আ’লীগ নেতা জগদীশ সানা প্রমুখ উপস্থিত ছিলেন।