এম এম সাহেব আলী, আশাশুনি : আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজা প্রাপ্ত আসামী আটক করা হয়েছে।
থানার সাহসী, মাদক ও সন্ত্রাসের আতঙ্ক, ন্যায় নিষ্ঠাবান, ওসি মোহাম্মাদ মমিনুল ইসলাম (পিপিএম) এর নের্তৃত্বে এস আই গাজী নুরনবী, এস আই নূর হোসেন খানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের গগনবিহারী মন্ডলের ছেলে অলক কুমার মন্ডল (৫০) PR ৯৯/৯৩ মামলার আসামীকে বুধবার দিবাগত রাত ১টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি হইতে আটক করেন। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিচারঅর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।