এম এম সাহেব আলী আশাশুনি : সারাদেশের ন্যয় আশাশুনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহষ্পতিবার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যপী কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
পবিত্র আল কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থাপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও দেশের জন্য শহীদ হয়েছেন এবং দলের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরনে উপজেলা শহীদ স্মৃতিশৌধ চত্তরে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করা হয়। সন্ধ্যায় কেক কাটা হয়।
তাছাড়া বিকাল ৫ টায় বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ উপজেলার উন্নয়নের উপকার জননেতা এবিএম মোস্তাকিম। সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী জননেতা অধ্যাপক ডা. আ. ফ.ম. রুহুল হক এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা ভাইচ চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইচ চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ইউপি
চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান প্রভাষক মাহাবুবুল হক ডাবলু, যুগ্ম সাধারন সম্পাদক চেয়ারম্যান আলহাজ¦ শাহনেওয়াজ ডালিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন করিব সুমন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দীপ, দপ্তর সম্পাদক চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, কৃষকলীগ নেতা চেয়ারম্যান দীপংকর বাছাড় দীপু, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা প্রভাষক ম. মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল্যা,
মোঃ আব্দুল বাছেত চৌধুরী হারুন, আওয়ামীলীগ নেতা আহসানউল্লাহ আশু, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মহিতুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মতিলাল সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস,এম সাহেব আলী, শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার দাশ, আবু সাইদ ঢালী, কৃষকলীগ নেতা বদরুদ্দোজা সানা, এম এম সাহেব আলী, যুব লীগ নেতা মিজানুর রহমান, পরেশ অধিকারী, আনিছুর রহমান বাবলা, তৈবার রহমান, আহসান উল্লাহ বাবলু, ছাত্রলীগ নেতা মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।