বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে দিনমজুরী কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে উৎপল সরদার (১৯) নামে উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের দেবব্রত সরদারের ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে আশাশুনির বামনডাঙ্গা গ্রামের প্রতিবেশী কাকার বাড়িতে দিনমজুরীর কাজ করার সময় ওই বাড়ির আর্থিংয়ের তার বিদ্যুতায়িত হয়ে যায় এবং তাতে স্পৃষ্ট হয় স্থানীয় দেবব্রতের শিক্ষার্থী ছেলে উৎপল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।