এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২০২১ বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সূর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯.০০ টায় শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলির নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ও ওসি (তদন্ত) মাহফুজার রহমানের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ
সম্পাদক শম্ভুজিত মন্ডলের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, সভাপতি রুহুল আমিন ও সেক্রেটারী ইয়াহিয়া ইকবলের নেতৃত্বে জাতীয় পার্টি, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নেতৃত্বে আশাশুনি হাসপাতাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল হাসান ও অফিস সহকারী প্রভাষ কুমার মন্ডলের নেতৃত্বে সাব-রেজিস্ট্রি অফিস, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি,এম আল ফারুক, সেক্রেটারী সমীর রায়, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী
এসএম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজ এর নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি এমএম সাহেব আলী, সদস্য আহসান উল্লাহ বাবলুর নেতৃত্বে রিপোর্টাস ক্লাব, সাধারণ সম্পাদক মোল্যা রফিকুল ইসলামের নেতৃত্বে নাগরিক সমাজ, সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর নেতৃত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, সেক্রেটারী রনজিত বৈদ্যের নেতৃত্বে পূজা উদযাপন পরিষদ, সাধারণ এসএম বদরুদ্দোজা সানা
নেতেৃত্বে মুজিবর রহমান, মোরশেদ মেহবুব লিপ্টন, দীপঙ্কর কুমার মন্ডল, রাবিদ মাহমুদ চঞ্চল, বরুন চন্দ্র কাজল আশাশুনি দলিল লেখক সমিতি, সভাপতি ডাঃ আশুতোষ রায়ের নেতৃত্বে হিন্দু মহাজোট ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, গ্রাম ডাঃ রফিক রেজার নেতৃত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেডিস ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, চলমান সংঘ, দলিত পরিষদ, মটর সাইকেল চালক সমবায় সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
সকাল ১০টায় আশাশুনি হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। কুচকাওয়াজে প্যারেড পরিচালনা করেন এসআই জাহাঙ্গীর হোসেন।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, জাতির শন্তি ও কল্যাণ কামনা করে বাদ জুম্মা বিশেষ মোনাজাত, দুপুরে হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, বিকালে প্রীতি ফুটবল খেলা, মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক শিশুদের জন্য উন্মুক্ত, আলোক সজ্জা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।