এম,এম সাহেব আলী, আশাশুনি : আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৬ মার্চ শনিবার সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.০১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তকিম, ইউএনও ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ’র নেতৃত্বে আশাশুনি সরকারী কলেজ, অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের নেতৃত্বে আশাশুনি থানা, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি এবিএম মোস্তাকিম ও সেক্রেটারী শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে উপজেলা আ’লীগ এবং অঙ্গ সহযোগি

সংগঠন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের নেতৃত্বে আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি এস.এম আহসান হাবিব ও সম্পাদক এসকে হাসানের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন’র নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি বালিকা বিদ্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স, সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম ও অফিস সহকারী শেখ আকরাম হোসেনের নেতৃত্বে সাব-রেজিস্ট্রি অফিস, রিপোর্টার্স ক্লাব, পূজা

উদযাপন পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আশাশুনি বাজার বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মাল্যদান করেন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে আশাশুনি সরকরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ইউএনও মু. ইয়ানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।

বাদ যোহর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুল গফ্ফার। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *