মুরশিদ আলম নয়ন : আশাশুনি উপজেলার শ্রীউলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কওছার আলি সরদার (৮০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (৪ জুলাই) বাদ আছর নামাজে জানাযা শেষে মরহুমের লাশ দাফন করা হয়।
শ্রীউলা ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা কওছার আলি রবিবার বিকাল ৪ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। এদিন বিকাল ৬ টায় রাস্ট্রীয় মর্যাদায় গাড অব অনার প্রদান করা হয়। এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। বাদ আছর মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবি, হাজী, আলেম, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৫ কন্যাসহ বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।