এমএম সাহেব আলী : আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর লকডাউনের ৮ম দিনে ২ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (১২ জুন) উপজেলার বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বুধহাটা বাজারের শাহজাহানের পুত্র সবুজকে ৫০০ টাকা ও আশাশুনি বাজারের অনিল কৃষ্ণ চক্রবর্তীর পুত্র ভদ্র চক্রবর্তীকে ৫০০ টাকা সর্বমোট ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *