মুরশিদ আলম নয়ন : আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে এ জরিমানা করেন।

মোবাইল কোর্টে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় কলারোয়ার শেখ শরিফুল ইসলাম ও হাসানকে ৫০০ টাকা এবং গোয়ালডাঙ্গা বাজারের আলা উদ্দিন সু স্টোর মালিককে ৫০০ টাকা, সর্বমোট ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শেখ শরিফুল ইসলাম ও মোঃ হাসান কলারোয়া থেকে এসে বড়দল পাইকগাছা সীমান্তে ঘুরাঘুরির সময় আটক হয়। এছাড়া বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *