এমএম সাহেব আলী : আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় বুড়িয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডরের পুত্র জয় প্রকাশকে ৩০০ টাকা, কমলাপুর গ্রামের আঃ সামাদ গাজীর পুত্র নজরুল ইসলামকে ২০০ টাকা ও গোয়ালডাঙ্গা বাজারের ডিজিটাল ফ্যাসান এর স্বত্ত্বাধিকারী রবিউল ইসলামকে ২০০০ টাকা, সর্বমোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া তেতুলিয়া বাজার, গোয়ালডাঙ্গা বাজার, বড়দল ব্রীজ চেকপোষ্ট এবং বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।