আশাশুনি প্রতিনিধি : সংক্রমণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জনকে ৩৬০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের দু’জন ব্যবসায়ী দোকান ঘরের সামনে সড়কের উপর মালামাল রেখে বিক্রয় করার অপরাধে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
একই সময় করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলার জন্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এ মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক মাস্ক ব্যবহার না করার অপরাধে ৩ জনকে ৬০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও লক ডাউনের সময় সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে সজেতন করা হয়।