আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাতঃ ভ্রমণে গিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ট্রাক চাপায় মারা গেছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮.৩৫ টার দিকে উপজেলার কাদাকাটি টু প্রতাপনগর সড়কে হলদেপোতা ব্রীজের কাছে এ দূর্ঘটন ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছেন।
উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে খেজুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ চন্দ্র রায় (৬৫) শনিবার ভোরে প্রাতঃ ভ্রমনে বের হন। দীর্ঘপথ হেঁটে বাড়ি ফেরার পথে হলদেপোতা ব্রীজ এলাকায় পৌছলে বড়দল গামী একটি বালিভর্তি ট্রাক (যশোর- ট ১১- ৪০০৫) পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকেয় চাকায় তার মাথা পিষ্ট হয়েগেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাশের লোকজন দ্রুত ঘটনাস্থানে পৌছে ট্রাকটি আটকে ফেলে এবং ট্রাকের চালক আমিনুল গাজী (২৫) কে আটক করে থানা পুলিশকে অবহিত করেন। থানার এস আই আমিনুর রহমান ঘটনাস্থল পৌছে ট্রাকটি হেফাজতে নেন এবং হেলপারকে আটক করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম জানান, ঘটনার পর ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক পার কুখরালী গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে আমিরুল গাজীকে আটক করা হয়েছে। ময়না তনন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।