এম এম সাহেব আলী আশাশুনি : আশাশুনির কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপংকর সরকার দীপ এর বাড়ির সামনে যাতায়াতের সড়কটির বেহাল দশা জনদুর্ভোগ চরমে। প্রতিনিয়ত সাইকেল মটর সাইকেল পড়ছে দূর্ঘটনার কবলে।
এতে হাত পা ভেঙ্গে হাসপাতালের বেডে থাকতে হচ্ছে পথচারী কিংবা চালকদের। সড়কটি দ্রুত পুনঃ সংস্কার করে জনদূর্ভোগ থেকে পরিত্রান দিতে উপজেলা প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
গতকাল সকালে সরজমিনে গেলে দেখা যায় এক মটর সাইকেল চালক ঐ রাস্তা দিয়ে গাড়ী চালিয়ে আসার সময় সড়কের ধারের পুকুরের মধ্যে পড়ে যায় যায় অবস্থা। সড়কটি ঘুরে দেখা যায় এই ডিজিটাল বাংলাদেশে এখনো এধরনের বেহাল অসংখ্য সড়ক রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা গ্রাম হবে শহর অথচ গ্রামের পর গ্রাম রয়েছে চরম বেহাল দশা অনেক রাস্তা ঘাটের ফলে কিছুতেই কমছে না জন দূর্ভোগ। আর সড়ক দূর্ঘটনা নিত্য নতুন ব্যাপার।
তবে এলাকার মানুষ বলছে বর্তমান সরকারের আমলে যে পরিমান দেশে উন্নয় হয়েছে তা অতীতে অন্য কোনো সরকারের আমলে হয়নি। আমরা এ সরকারের ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি।
সরকার পর্যাপ্ত মানের ব্যায় বাজেট বরাদ্ধ দিয়েছিলেন রাস্তা ঘাটের জন্য কিন্তু রাস্তাঘাটের সংস্কারের কোনো কাজ জনপ্রতিনিধিরা করেছেন বলে আমাদের জানা নেই।
উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাস্তায় কাজ না করেও দিনের পর দিন বিল উত্তোলন করে নিচ্ছেন কিছু জনপ্রতিনিধিরা। সরকারের দেওয়া রাস্তা সংস্কারের যদি এক ভাগও অর্থ কাজে লাগাতো তাহলে রাস্তাঘাট এমন ছিলোনা জনগন ও চরম ভোগান্তির শিকার হতো না। এ জন্য দায়ী প্রশ্ন আমাদের সকলের।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দীপের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন মেইন সড়ক সংলগ্ন আমার বাড়ীর সামনে ইট সোলিং এ রাস্তাটি দীর্ঘদিন জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর চেয়েও আমার ইউনিয়নের অনেক সড়ক আরো খারাপ অবস্থায় রয়েছে।
সেজন্য সেই রাস্তাগুলি ঠিক না করে আমি আমার বাড়ীর সামনের সড়কটি ঠিকঠাক করতে পারছিনা কেননা ইউনিয়নের জনগন বলবেন অন্য জায়গার খারাপ রাস্তা সংস্কার করার নামে খোজ নেই নিজের যাওয়ার পথ ঠিকমত সংস্কার করেছে। এ আলোচনা সমালোচনা হবে বিধায়। তাই আমি চেষ্টা করছি গ্রামের অন্যান্য রাস্তাগুলি সংস্কারের অর্থবরাদ্ধ নিয়ে সকলের সহযোগিতায় কাজ শেষ করার পর এ সড়কে কাজ করব। ফলে তিনি সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।