এম,এম সাহেব আলী, আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অবস্থিত বিভিন্ন সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করা হয়েছে। সোমাবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ পরিদর্শন করা হয়।
বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকের খরিপ-১ মৌসুমের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জীবন ইসলাম। পরিদর্শন শেষে ব্লকের বুধহাটা বাজারের দুই টিবিসিআইসি সারের দোকান পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সারের চাহিদা, সারের ব্যবহার এবং এলাকার কৃষকদের সার নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
সাথে সাথে নিম্ন মানের সারের অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে সতর্ক করেন। পরবর্তীতে খরিপ-১ মৌসুমে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, পিরোজপুর ও সাতক্ষীরা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধহাটায় সবজীর জৈব বালাই ব্যবস্থাপনা প্লট বেগুন, শ্বেতপুরে বি জে আর আই দেশি পাট-৮ প্লট পরিদর্শন করে চাষীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।