এম,এম সাহেব আলী, আশাশুনি : আশাশুনির বড়দল ইউনয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতামুলক ব্যাপক প্রচার প্রচোরনসহ মাক্স বিতরন করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার বড়দল ইউনয়নের গোয়ালডাঙ্গা বাজার বকুলতলা চত্বরে মহান আল্লাহর দরবারে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরদারের পুত্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমানের ভাই ৫নং বড়দল ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তান ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী আনিছুজ্জামান বুলু গোয়ালডাঙ্গা বাজারে দুইশত মাক্স বিতরন করেন।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমি আপনি সকলেই সামাজিক দুরত্ব বজায় রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলি, মাক্স ব্যবহার করি, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না আসি।

তিনি আরও বলেন আমি আপনাদের দোয়া ও আর্শিবাদে প্রধান মন্ত্রী আপনার আমার প্রিয় জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দেয় তাহলে ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে অনিয়ম দূর্নীতি, মাদক মুক্ত মডেল ইউনিয়ন আপনাদের সহযোগিতায় গড়ে তুলব।

গোয়ালডাঙ্গা শুক্কুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ মনিরুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠান ও মাক্স বিতরনকালে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল গনি সরদার, আব্দুস সাত্তার, আব্দুল গফুর সরদার, ইউসুপ খাঁ, আ’লীগ নেতা আব্দুস সবুর সরদার, বীর মুক্তিযোদ্ধা সন্তান ইদ্রিস আলী সানা, ডাঃ আব্দুল খালেক, শিক্ষক ইদ্রিস আলী, লালন সরকারসহ বীরমুক্তিযোদ্ধা, আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *