আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের পক্ষে ইউপি চেয়ারম্যান ম মোনায়েম হোসেন মাস্ক বিতরণ করেছেন। শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাস্ক বিতরণ করা হয়।
করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে ৫০০ মাস্ক বিতরণ কালে ইউপি সচিব আমিনুর রশিদ, আশাশুনি রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি এম এম সাহেব আলী, ইউপি সদস্য আঃ গফফার, আলমগীর হোসেন, আজিজুল ইসলাম, ফারুক হোসেন, আঃ হান্নান পাড়, উদয় কান্তি বাছাড়, আঃ আজিজ ও মহিলা সদস্য পূর্ণিমা রানী, গ্রাম আদালত সহকারী কনক চন্দ্র মন্ডল, দফাদার আঃ ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।