এমএম সাহেব আলী, আশাশুনি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি বালির মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজার বণিক সমিতি ও বকচর রেরেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাব খেলার আয়োজনে জাকজমক পূর্ন এক দিনের প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছেন প্রধান অতিথি হিসাবে খেলা উপস্থিত থেকে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
খেলায় নাকতাড়া বাজার বণিক সমিতিকে ২-০ গোলে পরাজিত করে বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাব জয়লাভ করেন। বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দিচ্ছেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
এসময় খেলায় উপস্থিত ছিলেন বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক আলম হোসেন, বাজার বণিক সমতির সম্পাদক জুলফিকার আলি বাদল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ খেলায় শত শত দর্শকের সমাগমে মাঠ পরিপূর্ন হয়ে উঠে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সঞ্জয় মিশ্র।