মুরশিদ আলম নয়ন : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ’র তত্ত্বাবধানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এবং পুলিশ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে আশাশুনি থানা
এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-২৯/০৬/২০২১ তারিখ এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ মিলন হোসেন ও ফোর্সের সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ বালিয়াপুর গ্রামের মৃত জামাল উদ্দিন মোল্লা ছেলে আবু হাসান মোল্লা (৫০) বালিয়াপুর (মধ্যপাড়া) মৃত আজিজ মোল্লার ছেলে আঃ বারি মাষ্টারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়।
এব্যাপারে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ২০(৬)২০২১ মামলাটি রুজু করা হয়েছে।