এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ দুই গরু চোরকে আটক করেছে। আটককৃতদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নির্দেশে ও সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় এসআই সেলিম, এসআই মামুন হোসেন সদর উপজেলার আবাদের হাটে অভিযান পরিচালনা করেন।
এসময় গরু বিক্রয়কালে খুলনা জেলার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের মৃত কওছার মোল্যার ছেলে মহিন আলী (২৮) ও আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের নজু সরদারের ছেলে আজিজুর রহমান (৩২) কে দুটি চোরাই গরু এবং গরু বহন কাজে ব্যবহৃত নছিমনসহ আটক করা হয়।