আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম পিপিএম এর সাথে আশাশুনি রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে অফিসার ইনচার্জ’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, আমার প্রথম কাজ হবে আশাশুনিকে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, চোর-বাটপার ও ডাকাত মুক্তকরা। আল্লাহ আমাকে দায়িত্ব পালনের সময় ও সুযোগ দিয়েছেন। আপনাদের সাথে নিয়ে আশাশুনিকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে যা যা করা দরকার তাই করতে চাই।
সাংবাদিকতা পেশাকে আমি সম্মান করি। ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি এমএম সাহেব আলী, আনিসুর রহমান বাবলা, যুগ্মসাধারণ সম্পাদক আহসানুল্লাহ বাবলু, দপ্তর সম্পাদক ও নবনির্বাচিত ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংবাদিক আরিফুল ইসলাম, শেখ মাহি রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।