এমএম সাহেব আলী : আশাশুনি সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙ্গে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শুক্রবার (৪ জুন) বিকালে তিনি মানিকখালী চরে ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করেন।
ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে মানিকখালী চরের বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে ১৩০ পরিবার পানিবন্দি ও অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে যায় এবং শত শত মৎস্য ঘের প্লাবিত হয়।
ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলতে গিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে চরের মানুষের জন্য সহকারী খাদ্য সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে ডালসহ অন্য খাবারের ব্যবস্থা করেছি।
আমরা অসহায় মানুষের পাশে সব সময় ছিলাম এবং আগামী থাকতে চাই। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে দ্রুত বাঁধ নির্মাণের ঘোষণা দেন। তার ঘোষণায় মুহূর্তের মধ্যে চরের মানুষের মনে আনন্দের হাসি ফুটে ওঠে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বানভাসি মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।