মুরশিদ আলম নয়ন : আশাশুনি শোভনালীতে আজ শুক্রবার দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শোভনালী ইউনিয়নের উত্তর গোদাড়াঁ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, বলে ধারনা করা যাচ্ছে। এই দুজন হলেন শোভনালী ইউনিয়নের উত্তর গোদাড়াঁ গ্রামের রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২২) ও মোস্ত মোল্লার ছেলে আব্দুর রশিদ মোল্লা (২৭)। তাঁরা দুজনই ভাটা শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, গোদাড়াঁ গ্রামের কবির পাড় এর ধানক্ষেতে বিদুৎ লাইনের তার দিয়ে ধান ক্ষেতে ইদুর মারার লক্ষে বিদুৎ লাইন থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আজ ভোরে উত্তর গোদাড়াঁ গ্রামের কবির পাড় ধানক্ষেতে দুজনের লাশ দেখতে পেয়ে টেনে হেচরে পাশের এক গর্তে লাশ ফেলে রেখে নিজে থানায় গিয়ে খবর দেয় বলে জানাগেছে সাথে সাথে কবির পাড় কে পুলিশ থানায় আটক করে।
আশাশুনি থানার পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।