বিশেষ প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসার আবুল কালাম আজাদ কে শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরা। ০২ অক্টোবর সন্ধ্যায় অধ্যক্ষের বাড়িতে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরার আহবায়ক নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য অহিদুল ইসলাম, এস এম বিপ্লব হোসেন, সদস্য (আইটি) ফাহাদ হোসেন, আব্দুল কাদের, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র কাজী সাহাব উদ্দীন সাজু প্রমুখ। এ সময় অধ্যক্ষ প্রফেসার আবুল কালাম আজাদ বলেন, আমি সারা জীবন শিক্ষার্থীদের মনোন্নয়নে কাজ করেছি। তারাই আমার প্রাণ। তিনি আরো বলেন, কলেজের শিক্ষার মনোন্নয়নে যতদিন দায়িত্বে আছি ততদিন কাজ করে যাবো। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।