নিজস্ব প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফুজ্জামান আশুকে দলের প্রেসিডিয়াম সদস্য এবং সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, রবিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আশরাফুজ্জামান আশুকে দলের প্রেসিডিয়াম সদস্য ও মশিউর রহমান বাবুকে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।