দীপক শেঠ, কলারোয়া : আসন্ন ইউপি নির্বাচনে কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা সরকারী প্রাথমকি বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
ইউনিয়ন আ’লীগ নেতা শওকত খাঁর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ’লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, আ’লীগ নেতা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিকী লাভলু, কেরালকাতা ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুর রউফসহ ইউনিয়ন আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।
অনুরুপভাবে সোনাবাড়িয়া ইউনিয়নের আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বেনজির হোসেন হেলালের সমার্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, নৌকার
প্রার্থী উদীয়মান নেতা বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা আব্দুস সালামসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।
উভয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদস্বপন বলেন, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থীদেরকে জয়যুক্ত করে সরকারের উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের জনগনের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য নিজ নিজ এলাকায় কর্মী-সমার্থকদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান।