নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুবদলের নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
গতরাতে তারা উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন, শোনেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের কথা, জানতে চান তাদের সুযোগ সুবিধা। তারা নির্ভয় যেন এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে সেই লক্ষ্যে কলারোয়া যুব দল সবসময় সোচ্চার রয়েছে।
এ সময়ে দলের নেতা কর্মীরা বলেন, আমরা তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর নির্দেশক্রমে কলারোয়া উপজেলা যুবদলের নেতা কর্মীরা বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করছি।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন পলাশ যুগ্ন আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুগ্মআহবায়ক জালাল উদ্দিন টুটুল, যুব নেতা রুহুল আমিন খোকন সহ চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, যুগ্মআহবায়ক ওমর ফারুক মিঠু, যুগ্ম আহবায়ক আবু তাহের যুগ্ম আহবায়ক শহীদ হোসেন ইউপি সদস্য নিজামুদ্দিন মন্টু তাজউদ্দিন ও যুবনেতা বখতিয়ার হোসেন, মহির, রাজু আনসারী বাবলু লিটন শিমুল খলিল, রাশিদুল,কামাল, তাহের সহ আরো অনেকেই।